বিভিন্ন ধরনের বেগুন চাষের পদ্ধতি

প্রিয় পাঠক বিন্দু আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন না বিভিন্ন ধরনের বেগুন চাষের পদ্ধতি সম্পর্কে। যদি আপনারা এ সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের আমার লেখা এই আর্টিকেলটি আপনার জন্য।এছাড়াও আজকে আরো থাকছে আমরা কিভাবে টবের মধ্যে বেগুন চাষ করতে পারি
বেগুন আমাদের দেশের জনপ্রিয় সবজির মধ্যে একটি।পুষ্টিকর সবজি হিসেবেও এটিকে বিবেচনা করা হয়।বিভিন্ন ধরনের মানুষ শখের বসে বেগুন ছাদে,বারান্দায় কিংবা বাড়ির চার পাশে রোপন করে।মানুষ বিভিন্ন পদ্ধতিতে বেগুন চাষ করে,নিচে তার কিছু উদহরন দেওয়া হলাে:

বারি বেগুন চাষ পদ্ধতি:

বারি বেগুন হচ্ছে একটি শীতকালীন বেগুন।বারি বেগুন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন:লউ বেগুন,জায়ান বেগুন,কেজি বেগুন,রাখইন বেগুন ইত্যাদি।বারি বেগুন চাষের জন্য আগস্ট-সেপ্টেম্বর মাসে চারা তৈরি করতে হয় এবং অক্টোবর মাসে চারা বপন করতে হয়।

ললিতা বেগুন চাষ পদ্ধতি:

ললিতা বেগুন মুলত রমজান মাসকে উদ্দেশ করে লাগানো হয়।অন্যান্য বেগুনে চেয়ে ললিতা বেগুন রমজানে খব জনপ্রিয়।রমজান মাসে অন্যান্য বেগুনে চেয়ে এগুল তিনগুন বেশি দামে বিক্রি করা যায়।ললিতা বেগুন চাষের জন্য নির্দিষ্ট কোনো মাটির প্রয়োজন নেই।

ললিতা বেগুন লাগানোর সবচেয়ে ভালো সময় নভেম্বর থেকে জানুয়ারি মাস।ললিতা বেগুন পরিপূর্ন হতে ৩-৪ মাস সময় লাগে। বর্ষাকালের ললিতা বেগুন চাষ একদম অনোপযোগি।প্রতিটি গাছে প্রায় ৩০-৪০টি ললিতা বেগুন ধরে।

তাল বেগুন চাষ পদ্ধতি :

তালের মতো বড়,গোলাকৃত এবং কালো রং হওয়ার কারনে এটিকে তাল বেগুন বলা হয়।বীললিত বেগুন জ রোপনে ৮০ দিনের মধ্যে তাল বেগুল ধরা শুরু করে।এগুলোর সর্বোচ্চ ওজন হতে পারে ৫০০ গ্রাম।তাল বেগুনের গাছ ছোট ঝোপের মতো হয়ে থাকে।

তাল বেগুনে তেমন রোগ হয় না বললেই চলে।অল্প কীটনাশক ‍প্রয়োগের ফলেও তাল বেগুনের ফলন ভালো হয়।তাল বেগুন সকল মাটিতেই ফলানো যেতে পারে।কিন্ত দোয়াশ ও বেলে মাটিতে এর ফলন বেশি হয়।খরচের চেয়ে তাল বেগুনে মুনাফা বেশি।

পার্পল কিং বেগুন চাষ পদ্ধতি :

পার্পল কিং হচ্ছে গ্রীষ্মকালীন অধীক উৎপাদনশীল হাইব্রেড জাত বেগুনের মধ্যে একটি।পার্পল কিং খব কোমল,সুস্বাদু এবং লম্ব ধরনের বেগুন।পার্পল কিং এর প্রতিটি বেগুনের ওজন প্রায় ১৫০ গ্রাম।

বীজ রোপনের পায় ৭৫-৯০ দিনের মধ্যে পার্পল কিং বেগুন ধরে।এগুল প্রায় সারা বছর চাষ যোগ্য।মালচিং পদ্ধতিতে ও পার্পল কিং চাষ করা যায়,যা হয় বিষমুক্ত।পার্পল কিং বেগুন চাষে খরচের চেয়ে লাভ বেশী।

ফিল্ড লিডার বেগুন চাষ পদ্ধতি :

ফিল্ড লিডার বেগুনটি অন্যান্য বেগুনের চেয়ে লম্বা।খুব কম খরচে অনেক বেশী লাভমান।ফিল্ড লিডার বেগুন চাষে ৩গুন লাভ করা যায়।চারা রোপনের দুই দিন পর সেচ দিতে হবে,পরবর্তীতে হালকা সার,কীটনাশক দেওয়া ফলে ফিল্ড লিডার বেগুন বা গাছ পোকামাকর মুক্ত থাকবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url